এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ ”জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স” এলামনাই এসোসিয়েশন (BJSPSAA) এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্য-নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন, অবসরপ্রাপ্ত প্রফেসর ড. এ. কে. এম. নওশাদ আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান।
জাপান সোসাইটি ফর দি প্রমোশন অব সায়েন্স (JSPS) পৃথিবীর সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক স্বাধীন সংস্থা যেটি পৃথিবীব্যাপী বিজ্ঞানের প্রসারের জন্য উচ্চতর গবেষণায় পোষ্ট ডক্টরাল ও অন্যান্য ফেলোশীপ প্রদান, অতি-উচ্চতর গবেষণা প্রকল্পে আর্থিক সহায়তা, আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃসংস্থা বিজ্ঞান সহযোগিতা, আন্তর্জাতিক সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠান, বার্ষিক পুরস্কার প্রদান ছাড়াও পৃথিবীর ১০ টি দেশে অবস্থিত ১১টি লিয়াজোঁ অফিসের মাধ্যমে প্রায় ৮০টির বেশি দেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।
BJSPSAA হলো বাংলাদেশি গবেষকদের একটি সংগঠন, যারা JSPS ফেলোশিপের আওতায় পোস্টডক্টরাল গবেষণা অথবা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশে এ সংগঠনটি ২০০৯ সাল থেকে JSPS-এর সরাসরি আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে তাদের কার্যক্রম ও বিজ্ঞান সম্প্রসারণে পরিচালিত হয়ে আসছে।
২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটিতে আরো নির্বাচিত হয়েছেন:
সহ-সভাপতি-১: প্রফেসর ড. ইয়ারুল কবির (বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি-২: প্রফেসর ড. জুলফিকার রহমান (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); সহ-সভাপতি-৩: প্রফেসর ড. মামুনুর রশীদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ: প্রফেসর ড. এ. এফ. এম. মোস্তাফিজুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়); যুগ্ম সম্পাদক: প্রফেসর ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); সাংগঠনিক সম্পাদক: প্রফেসর ড. এ. কে. এম. আদহাম (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); গবেষণা ও প্রকাশনা সম্পাদক: প্রফেসর ড. মো. আবিয়ার রহমান (গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়); সাংস্কৃতিক সম্পাদক: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন- ১। প্রফেসর ড. মো. আব্দুল করিম (আইইউবিএটি); ২। প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); ৩। প্রফেসর ড. মো. হাবিবুর রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয়); ৪। প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়); ৫। প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ উদ্দিন ভূঁইয়া (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়); ৬। প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়); ৭। প্রফেসর ড. মো. ইলিয়াস আল-মামুন (ঢাকা বিশ্ববিদ্যালয়); ৮। প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), ৯। প্রফেসর ড. শফি মুহাম্মদ তারেক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়); ১০। ড. নুর আহাম্মদ খোন্দকার (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) এবং ১১। প্রফেসর ড. এ.টি.এম. জাফরুল আযম (জাতীয় বিশ্ববিদ্যালয়)।
০৭ এপ্রিল নতুন ও পুরাতন কমিটির উপস্থিতিতে নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রফেসর ড. এ. কে.এম. নওশাদ আলম বিদায়ী প্রেসিডেন্ট ড. নুর আহাম্মদ খোন্দকারের কাছ থেকে কার্যভার গ্রহণ করেন। নবনির্বাচিত কমিটি বিজ্ঞান গবেষণা, বাংলাদেশ ও জাপানের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতৃত্ব দিবেন।