রাজধানী প্রতিনিধি: বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে (BVC) সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ১৫ টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের জ্ঞান, যুক্তিবাদিতা ও বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করে।
এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌক্তিক চিন্তাভাবনার চর্চা এবং পেশাদারিত্বের বিকাশ ঘটানো। মোট ১৫ টি ভেটেরিনারি স্কুল থেকে ১৬ টি দল Inter Veterinary school Debate Competition এ অংশগ্রহণ করেন। Tab Round থেকে সেমি ফাইনালে যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
সেমিফাইনালে প্রতিদ্বন্দিতা করে বাকৃবি ও শেকৃবি এবং মাভাবিপ্রবি ও গাকৃবি। তুমুল প্রতিদ্বন্দিতায় ফাইনাল রাউন্ডে উঠে আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। আগামী ২৬ এপ্রিল World Veterinary Day 2025-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দিতা করবে ফাইনালিস্টরা।
অনুষ্ঠানে স্পনসর হিসেবে আয়োজনে সহযোগিতা করে এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি, ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে ভেটেরিনারি শিক্ষার্থীরা শুধুমাত্র শ্রেণিকক্ষে নয়, বাস্তব অভিজ্ঞতা ও মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পায়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এসময় বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো: তারেক হোসেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে (BVC)-এর রেজিষ্ট্রার ডা: গোপাল চন্দ্র বিশ্বাস সহ প্রাণিসম্পদ অধিদপ্তর, সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), দি ভেট এক্সিকিউটিভ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভেটেরিনারি পেশাজীবী, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর পৃথিবীব্যাপী এপ্রিল মাসের শেষ শনিবার ভেটেরিনারি দিবস পালিত হয়ে আসছে। প্রাণীদের স্বাস্থ্য সচেতনতায় অক্লান্ত পরিশ্রম ও মেধার সমন্বয় করে এই খ্যাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমিষ ও প্রোটিনের যোগানে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে কাজ করছে ভেটেরিনারিয়ানরা । এই আয়োজন বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তুলেছে যা পেশাদার ভেটেরিনারিয়ানদের অবদানকে সকলের নিকট তুলে ধরতে সহায়তা করবে বলে জানান আয়োজকরা।
এই আয়োজন আসন্ন বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তুলেছে যা পেশাদার ভেটেরিনারিয়ানদের অবদানকে সকলের নিকট তুলে ধরতে সহায়তা করবে বলে জানান আয়োজকরা।