বাকৃবি প্রতিনিধি: কৃষিবিদদের অধিকার রক্ষা এবং পেশাগত বৈষম্য নিরসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে কৃষিবিদদের ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় তারা ৬ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো না মানা হলে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে “মার্চ ফর ঢাকা” কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদরা আমাদের রুটিরুজিতে আঘাত করছে, যা আমরা কখনোই মেনে নেব না। কৃষি বিষয়ে জ্ঞান ও দক্ষতা তাদের তুলনায় আমাদের বেশি। দেশের কৃষিখাতকে সমৃদ্ধ করতে হলে দক্ষ কৃষিবিদদের বিকল্প নেই। বৈষম্যমুক্ত দেশে কৃষির সব বিভাগে প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। তারা যদি প্রতিযোগিতায় টিকে তাহলে কোন সমস্যা নেই।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি:
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধির করতে হবে।
৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখতে হবে।
৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।
৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)–এর অধীনেই রাখতে হবে।