বাকৃবি প্রতিনিধি: স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল অবরোধের উদ্দেশ্যে শিক্ষার্থীদের রেললাইনের ওপর অবস্থান নিতে দেখা যায়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের বিষয়ের আশস্ত করলে তারা রাত ৯ টায় অবরোধ তুলে নেন। এর আগেও বেশ কয়েক দিন যাবৎ তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে।
জানা গেছে, আজ (১৩মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং বাকৃবি থেকে ১৫ সদস্যের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে ৩টায় ৬ দফা দাবি নিয়ে কৃষি সচিবের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় কৃষি সচিব ৪টি দাবির সঙ্গে একমত পোষণ করলেও প্রথম ও চতুর্থ দাবি আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে তা মানতে রাজি হননি। এর প্রতিবাদস্বরূপ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এসময় তারা দাবি না মানা পর্যন্ত কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কৃষি অনুষদের শিক্ষার্থী ফাহাদ জানান, “কৃষিবিদ ঐক্য পরিষদ-এর দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অথচ কৃষি সচিব আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে প্রথম ও চতুর্থ দফা দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা আরও কঠোর আন্দোলনের পথে এগিয়ে যাব।”
শিক্ষার্থীরা ৬ দফা দাবিগুলো হলো
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/ সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম গ্রেডসহ অন্যান্য গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদবৃদ্ধির করতে হবে।
৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পদসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান কাঠামোয় রাখতে হবে।
৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য কোনো নতুন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাবে না।
৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ব্যতীত অন্য কেউ নামের আগে “কৃষিবিদ” উপাধি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই)–এর অধীনেই রাখতে হবে।