এগ্রিলাইফ২৪ ডটকম: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স এন্ড বায়োসায়েন্স কার্নিভাল (আইসিবিসি)–এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আজ ১৮ মে ২০২৫ খ্রিস্টাব্দে রাবিপ্রবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩:৩০ মিনিটে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর ও আইসিবিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. রেজওয়ানুল হক।
তিনদিনব্যাপী এ আয়োজনে পোষ্টার, ওরাল প্রেজেন্টেশন ও আইডিয়া কনটেস্ট এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে তিনজন করে মোট নয়জন প্রতিযোগীকে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
‘আইডিয়া কনটেস্ট’ বিভাগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল ‘বেস্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে। দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। দলের অন্যান্য সদস্য ছিলেন মাস্টার্সের শিক্ষার্থী মো. মেহেদী আমিন ও মো. রিয়াজ মাহবুব। তাদের উপস্থাপিত ‘কার্বন নেগেটিভ ফার্মিং সোসাইটি গঠন’ বিষয়ক উদ্ভাবনী আইডিয়াটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং চূড়ান্তভাবে সেরা নির্বাচিত হয়। দলের পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো. মেহেদী আমিন।
প্রসঙ্গত, গত ১৬ মে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কনফারেন্স ও কার্নিভাল শুরু হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সুপ্রিয় চাকমা। প্লেনারি সেশনে বক্তব্য রাখেন আইসিডিডিআরবি বায়োসেফটির প্রধান ড. আসাদুল গণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মনিরা হাসান, ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জীন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ দেশি-বিদেশি খ্যাতনামা বিজ্ঞানীরা।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কনফারেন্সে মোট চারটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।