শীতকালে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়

ইসলামিক ডেস্ক: শীত একটি স্বাভাবিক মৌসুম যা মহান আল্লাহরই সৃষ্টি। জলবায়ু প্রভাবের কারণে দেশে এখন ঋতুবৈচিত্রের বিচিত্রতা দেখা যাচ্ছে। তিন চার দশক আগে অক্টোবরের শেষ থেকে শীতের দেখা মিললেও এখন সেটি দেখা যায় না। তবে এই শীতকালে ইবাদতে আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়।

দেশের উত্তরের জেলাগুলোতে এ সময় সকলের জন্য বিশেষ করে গরিব মানুষদের জন্য জীবন যাপন কঠিন হয়ে দাঁড়ায়। শীতের কষ্টে ধৈর্য ধারণ করতে হবে।যারা এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন, তারা সওয়াব লাভ করেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনা হিসাবেই পুরস্কার দেওয়া হবে। (সুরা আয-জুমার, আয়াত: ১০)

হযরত উমর (রা.) বলেছেন, শীতকাল হলো ইবাদতকারীদের জন্য এক দুর্লভ উপহার। (আল-মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস: ২৬১৩৭) এই উক্তি থেকে বোঝা যায়, শীতের সময়টি ইবাদতের জন্য কতটা উপযোগী এবং তা গ্রহণ করা উচিত। ঠাণ্ডার কষ্ট সহ্য করার মাধ্যমে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং দীর্ঘ রাতগুলো ইবাদতে কাটানোর মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব।

মহান রাব্বুল আলামিন আমাদের এ সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।