ইসলামিক ডেস্ক: রজব আরবি সনের সপ্তম মাস। অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করা রজব মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। কোরআন তিলাওয়াত শেখা ও শুদ্ধ করা, নামাজের প্রয়োজনীয় সুরা-কিরাত এবং দোয়া-দরুদ ভালোভাবে জানা অত্যন্ত জরুরি, যাতে রমজানের আমল সঠিকভাবে পালন করা যায়।
এ মাস আসলেই নবীজি রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন। এ মাসের মর্যাদা উপলব্দি করতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন- ‘যে ব্যক্তি রজব মাসে (ইবাদত দ্বারা অন্তরের) জমিন চাষাবাদ করল না আর শাবান মাসে (ইবাদতের মাধ্যমে মনের) জমিন আগাছামুক্ত করল না; সে রমজান মাসে (ইবাদতের) ফসল তুলতে পারবে না।’ (বায়হাকি)
নবীজি (সা.) রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে, তারপর রজব মাসে। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, রজব মাস এলে আমরা নবীজি (সা.)–এর আমল দেখে তা বুঝতে পারতাম।
রজব মাস থেকেই রমজানে ইবাদতের পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতি নিতে হবে। দান-সদকার পরিমাণ বাড়াতে হবে। দরিদ্র মানুষ যেন রমজানে ভালোভাবে ইফতার ও সাহ্রি করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে পরিকল্পনা করা রজব ও শাবান মাসের অন্যতম তাৎপর্যপূর্ণ আমল।
আসুন নিজে আমল করার পাশাপাশি অন্যদেরও বেশি বেশি আমল করার জন্য উৎসাহিত করি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তাওফিক দিন।-আমিন।