"রমজানের শিক্ষা ধারণ করুন, ঈদের আনন্দে শৃঙ্খলা ও সংযম বজায় রাখুন"

ইসলামিক ডেস্ক: পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। এবারের ঈদ ছিল আনন্দ ও উৎসবমুখর, তবে কিছু অপ্রীতিকর ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। ঈদের পর মারামারি, হানাহানি ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনাগুলো দেখে প্রতিটি মুসলমানের উচিত সংযম ও শিষ্টাচার বজায় রাখা।

রমজান মাস আমাদের সহনশীলতা, সংযম, আত্মনিয়ন্ত্রণ ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এই মাসে আমরা ক্ষুধা-তৃষ্ণা সহ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, গরিব-দুঃখীর প্রতি সহমর্মিতা দেখাই এবং অহংকার ত্যাগ করে মানবিক বন্ধন সুদৃঢ় করি। কিন্তু ঈদের আনন্দে অনেকেই এই শিক্ষাগুলো ভুলে যান, যা কাম্য নয়।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে হানাহানি, মারামারি ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। অতিরিক্ত উৎসাহে বেপরোয়া গাড়ি চালনা, উত্তেজনায় সংঘাত এবং অশালীন আচরণ ইসলামের শিক্ষার পরিপন্থী। আল্লাহ তাআলা বলেন, *"নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না"* (সুরা বাকারা, আয়াত ১৯০)।

মাহে রমজানের পবিত্র শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত হোক। ঈদের আনন্দ যেন কখনই বিশৃঙ্খলা বা পাপের মাধ্যম না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর নির্দেশিত পথে চলার তাওফিক দিন, যেখানে আনন্দ ও শৃঙ্খলা পাশাপাশি বিরাজ করে।- আমিন