বাকৃবিতে বিএডিসি কর্মকর্তাদের বীজের গুণগত মান ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘সিড কোয়ালিটি অ্যান্ড সিড হেলথ’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পূর্ণিমা দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, বিএডিসি রিসার্চ সেলের চিফ সিড টেকনোলজিস্ট ড. মো: নাজমুল ইসলাম, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিল, কোর্স কো-অর্ডিনেটর ড. মো: মাহমুদুল হাসান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।

​অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘কৃষিতে বীজের গুরুত্ব অপরিসীম। বিএডিসি কর্মকর্তারা সরাসরি কৃষকদের সাথে কাজ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান যদি তারা সঠিকভাবে কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারেন।’

তিনি আরও বলেন, 'সিড প্যাথলজি সেন্টারের আধুনিক ল্যাব সুবিধার মাধ্যমে ভবিষ্যতে বাকৃবি ও বিএডিসির মধ্যে যৌথ গবেষণা ও কার্যক্রমের পরিধি আরও বাড়বে।'

উল্লেখ্য, বাকৃবি ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর যৌথ অর্থায়নে ওই প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসডিসির ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।