এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার, ২৬ জুলাই ২০২৫ সকাল ১০টা থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী পরিষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন। ঢাকার যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারের মহল হলে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রথম ভোট দেন ডাঃ মোঃ তুষার চৌধুরী, ডিরেক্টর ( হেড অপারেশন), ডক্টর'স এগ্রো-ভেট লিমিটেড।
নির্বাচনস্থলে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশ নির্বাচনটিকে এক উৎসবমুখর রূপ দিয়েছে। কেউ এসেছেন সহকর্মীদের সঙ্গে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে সবার মুখে একটাই কথা, “এই নির্বাচন আমাদের পোল্ট্রি খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এবারের নির্বাচনে সভাপতি পদে জনাব শামসুল আরেফিন খালেদ, সিনিয়র সহ-সভাপতি পদে জনাব মোঃ সিরাজুল হক, সহ-সভাপতি পদে জনাব মোঃ আজমল হোসেন ও জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং তিনটি ক্যাটাগরিতে Animal Husbandry, Veterinary Medicine ও Poultry Industry—মোট ৯ জন সদস্য পদের জন্য ভোটগ্রহণ চলছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান জনাব সায়েম উল হক এবং সদস্য হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোঃ শরিফুল হক। নির্বাচন ঘিরে পোল্ট্রি সংশ্লিষ্ট পেশাজীবীদের মাঝে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলছেন, “নতুন নেতৃত্বে আমরা আরও সংগঠিত, গতিশীল ও আধুনিক হতে চাই।” ভোট কেন্দ্রের ভেতর-বাইরে সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক শুভেচ্ছা এবং আলাপচারিতায় যেন আজকের দিনটি রূপ নিয়েছে পোল্ট্রি পরিবারের মিলনমেলায়।