পোলট্রি শিল্পের টেকসই উন্নয়নে অঙ্গীকারবদ্ধ মোঃ শাহাদৎ হোসেন

বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে টানা ২৫ বছর পোলট্রি খাতে কাজ করে আসছেন মোঃ শাহাদৎ হোসেন। তিনি দেশের প্রায় সব ব্রিডার ফার্মে সরাসরি যুক্ত থেকে উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখেছেন। ব্রিডার ফার্মগুলোর কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করতে এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

তিনি বিশ্বাস করেন, পোলট্রি শিল্পকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রয়োজন একটি স্বচ্ছ, সক্রিয় ও সবাইকে নিয়ে কাজ করা সংগঠন। সেই লক্ষ্যে তিনি আগামী ওয়াপসা-বিবি (WPSA-BB) ২০২৫-২৬ নির্বাচনে ট্রেজারার (Treasurer) পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনটি অনুষ্ঠিত হবে ২৬ জুলাই ২০২৫, শনিবার সকাল **১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত , যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে । তিনি সকল সম্মানিত সদস্য ও ভোটারের প্রতি দোয়া কামনা করেছেন তাঁর ভোটার নম্বর ৮২

শিক্ষাজীবনে মোঃ শাহাদৎ হোসেন নটর ডেম কলেজ থেকে এইচএসসি (১৯৯৩), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) থেকে এনিম্যাল হাজবেন্ড্রিতে স্নাতক (১৯৯৭) এবং এনিম্যাল নিউট্রিশনে স্নাতকোত্তর (১৯৯৯) ডিগ্রি অর্জন করেন । সবক্ষেত্রেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পেশাগত জীবনে তিনি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান Hendrix Genetics এ-এক টানা ২৫ বছর কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ এনিম্যাল হাজবেন্ড্রি সোসাইটি (BAHS)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ এনিম্যাল নিউট্রিশন সোসাইটি (BANS)-এর নির্বাহী সদস্য এবং কৃষিবিদ টাঙ্গাইল-এর সক্রিয় সদস্য। এখন তিনি একজন উদ্যোক্তা এবং পোলট্রি ব্রিডার কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

তিনি আশাবাদী, সকলের সম্মিলিত সহযোগিতায় WPSA-BB একটি আরও শক্তিশালী, আধুনিক ও উন্নয়নমুখী সংগঠনে পরিণত হবে।