বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: পোল্ট্রি শিল্পের টেকসই উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং প্রান্তিক খামারিদের স্বপ্নপূরণের প্রত্যয় নিয়ে WPSA-BB (২০২৫-২৬) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্লানেট এগ্রো লিমিটেডের পরিচালক শাহ্ ফাহাদ হাবীব। নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই ২০২৫, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হলে। নির্বাচনে তাঁর ভোটার নম্বর ৩৮৪।
এগ্রিলাইফকে তিনি বলেন, "আমার অঙ্গীকার সমৃদ্ধশীল ভবিষ্যৎ সবার জন্য।" দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে পোল্ট্রি শিল্পকে দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। এক যুগেরও বেশি সময়ের বাস্তব অভিজ্ঞতা ও তারুণ্যের স্পৃহা নিয়ে তিনি এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। গবেষণাভিত্তিক পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে চান তিনি।
এবারে নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক ভোটারের সঙ্গে আলাপ করে জানা যায় তারা বলেন, শাহ্ ফাহাদ হাবীব-এর মত ব্যক্তি নির্বাচিত হয়ে এলে পোল্ট্রি শিল্পে মাঠ পর্যায়ের কাজগুলিতে গতিশীলতা আসবে। ফলে গ্রামীণ জনগোষ্ঠী এবং প্রান্তিক খামারীরা কিছুটা হলেও স্বস্তির মধ্যে থাকবে বলে মনে করেন তারা।