এগ্রিলাইফ২৪ ডটকম: সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি, অভয়নগর, যশোরের সভাপতি পার্থ প্রতীম শীল এর সভাপতিত্বে নিয়মিত সভায় প্রকল্পে কর্মকান্ড উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।
কৃষিবিদ মনিরুল বলেন, কমিউনিটির অংশগ্রহণে রাজকীয় নেদারল্যান্ডস্ দূতাবাসের অর্থ সহায়তায় সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন গত দুই বছরে অভয়নগরের ৫টি ইউনিয়নে ৯টি খাল পুনঃখনন ও একটি জলাধার পুনঃখনন করেছে। চলিশিয়া, পায়রা, শুভরাড়া, সিদ্দিপাশা ও সুন্দলী ইউপি চেয়ারম্যানগন আলোচনায় অংশগ্রহণ করে বলেন, সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর উদ্যোগে পুনঃখননকৃত খালের কারণে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা কিছুটা হলেও নিরসন হয়েছে ধানের আবাদ করা সম্ভব হয়েছে। আরও বেশি খাল খনন ও পুনঃখনন করতে পারলে এলাকার মানুষের মানবেতর জীবন যাপন করতে হবে না।
মাইক্রো ওয়াটারসেডের নির্বাহী কমিটির পক্ষে অংশগ্রহণকারীগন প্রতিনিধিরা বলেন, খালে প্রচুর নেটপাটা ও কচুরিপানার উপস্থিতির কারণে পানির প্রবাহ কমে যাচ্ছে। সেকারণে সরকারিভাবে নেটপাটা উচ্ছেদ ও কচুরিপানা পরিস্কার করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুদানের আবেদন জানান।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, নেটপাটা থাকলে এলাকার মানুষকে নেটপাটা তুলে নেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন অনুরোধ করবেন ও ব্যাপক প্রচারনার জন্য মাইকিং করবেন। তারপরেও যদি নেটপাটা না সরানো হয় সেক্ষত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানাসহ নেটপাটা উচ্ছেদ করা হবে। তিনি কচুরিপানা উচ্ছেদের ব্যাপারে এলাকার সকলে অংশগ্রহণ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা পরিস্কার করার আহবান জানান।
অন্যান্যর মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লাভলী খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মোঃ আমিনুল হক, ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, সলিডারিডাডের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস প্রমুখ খাল পুনঃখননের গুরুত্ব আরোপ করে আলোচনা করেন।
উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার আব্দুল মান্নান শেখ, সুকুমার বিশ্বাস, কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া এবং ওয়াটার ক্লাস্টার অফিসার জিন্নাত আরা, ইমরুন হোসাইন, রাসেল হোসেন, হাফিজুর রহমান ও মিহির কুমার সরকার।
উল্লেখ্য, সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন-এর উদ্যেগে পুনঃখননকৃত খাল পানির প্রবাহ সঠিক রাখার জন্য স্থানীয় ইউপি ও মাইক্রো ওয়াটারসেডের নির্বাহী কমিটি যাতে পরিচালনা ও রক্ষাবেক্ষণে ভূমিকা রাখতে পারেন এজন্য সলিডারিডাড ও জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতি কোয়ার্টারে ইউনিয়ন ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা আয়োজন করতে ইউনিয়ন ও উপজেলা কমিটিকে অনুরোধ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অভয়নগর উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।