এগ্রিলাইফ২৪ ডটকম: আজ ২৩ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাদা দল কর্তৃক জুলাই -২৪ গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "জুলাই-২৪ গণ অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ আব্দুল লতিফ ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মুহ: রাশেদুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ এর প্রফেসর ড. এফ. এম. আমিনুজ্জামান এবং সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ এর প্রফেসর ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।
সাদা দলের সভাপতি প্রফেসর মুহাম্মদ আবুল বাশার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড নুরমহল আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভা টি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ জাকির হোসেন ও প্রফেসর ড মোঃ ছরোয়ার হোসেন।
অন্যান্য শিক্ষকদের মধ্যে প্রফেসর ড মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড নাহিদ জেবা, প্রফেসর ড ফিরোজ মাহমুদ, প্রফেসর এটিএম শামসুদ্দোহা, প্রফেসর ড এ এইচ এম তারিক হোসেন, প্রফেসর ড মোঃ মিজানুর রহমান সরকার, প্রফেসর ড মোঃ আশাবুল হক, প্রফেসর ড মোঃ জামিলুর রহমান, প্রফেসর মোঃ আব্দুল লতিফ, প্রফেসর ড মোঃ আরিফুল ইসলাম, প্রফেসর ড মোঃ হুমায়ুন কবির, প্রফেসর ড মোঃ সাইফুল ইসলাম, প্রফেসর ড এ এইচ এম সোলায়মান, প্রফেসর ড মোঃ জাহিদুর রহমান, প্রফেসর ড মোঃ ময়নুল হক, প্রফেসর ড রঞ্জন রায়, প্রফেসর ড খালেদা খাতুন, প্রফেসর ড তাহমিনা মোস্তারিন, প্রফেসর ড আশরাফী হোসেন, প্রফেসর ড মোহাম্মদ মাহবুব ইসলাম, প্রফেসর ড মোঃ তাজুল ইসলাম চৌধুরী, প্রফেসর ড খাদিজা আক্তার, প্রফেসর ড মোঃ আরফান আলী, প্রফেসর ড কাজী আহসান হাবীব, প্রফেসর ড মোঃ জামশেদ আলম, প্রফেসর ড মোঃ মাহবুবুল আলম, প্রফেসর ড মোঃ আব্দুর রহিম, প্রফেসর ড মোঃ মোশাররফ হোসেন, প্রফেসর ড মোঃ শফিউল্লাহ মজুমদার ও প্রফেসর ড জসিম উদ্দিন।
জুলাই-২৪' অভ্যুত্থান এ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যেসকল ছাত্র সংগঠন গুলো সক্রিয় ভূমিকায় ছিলেন তাদের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।