"ডাঃ মোঃ নুরুল ইসলাম শাওন" পোল্ট্রি সেক্টরে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্বের একটি নাম

বিশেষ প্রতিনিধি, এগ্রিলাইফ২৪ ডটকম: World's Poultry Science Association (Bangladesh Branch)-এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৬ জুলাই ২০২৫, রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানী যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহল হল-এ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। WPSA-BB-এর এ নির্বাচনে ট্রেজারার পদে প্রার্থী হয়েছেন দেশের তরুন খ্যাতনামা ভেটেরিনারিয়ান ও পোল্ট্রি শিল্পের অভিজ্ঞ সংগঠক ডাঃ মোঃ নুরুল ইসলাম শাওন।

পোল্ট্রি সেক্টরে অভিজ্ঞ একজন দক্ষ ও সুপরিচিত পেশাজীবী হিসেবে ডাঃ শাওনের দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতা রয়েছে এনিমল হেলথ্ শিল্পের সেলস ও মার্কেটিং বিভাগে। তিনি বর্তমানে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। এর আগে তিনি পপুলার ফার্মাসিউটিক্যালস, প্ল্যানেট ফার্মা, নাভানা ফার্মাসিউটিক্যালস ও বেঙ্গল ওভারসিজ-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডি.ভি.এম) ডিগ্রি অর্জনের পর থেকেই তিনি দেশের পোল্ট্রি শিল্পে সক্রিয়ভাবে কাজ করে চলেছেন।

ডাঃ শাওনের সংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণের পরিচয় মেলে তার পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে। বর্তমানে তিনি WPSA-BB-এর যুগ্ম যুগ্ম সম্পাদক (২০২৩-২০২৪) এবং WVPA-BB-এর সাধারণ সম্পাদক (২০২৩-২০২৪) হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতেও তিনি ছিলেন WPSA-BB-এর কার্যনির্বাহী সদস্য (২০২১-২০২২, ২০১৯-২০২০), সাব-কমিটি সদস্য (২০১৭-২০১৮), এবং The Vet Executive-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক (২০০৯-২০১০) ও কার্যনির্বাহী সদস্য (২০০৭-২০০৮)। তার নেতৃত্বে ২০০৪-২০০৫ সালে খুলনায় অনুষ্ঠিত AVEX-এর কনভেনর হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ডাঃ শাওন বিশ্বাস করেন, “সততা, স্বচ্ছতা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব।” তিনি সকল সম্মানিত ভোটারদের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনে তাঁর ভোটার নম্বর: ১৯২। তিনি মনে করেন একদল অভিজ্ঞ, দক্ষ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্প অনেকদূর এগিয়ে যাবে।