শ্রদ্ধা, স্মৃতি ও প্রেরণার দু’টি নাম প্রফেসর আবিদুর রেজা ও ড. আব্দুল ওয়াদুদ

রাজধানী প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অনুষদের দুই প্রখ্যাত ও শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আবিদুর রেজা (অবঃ), ডিপার্টমেন্ট অব এনিমেল নিউট্রিশন এবং প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ (অবঃ), ডিপার্টমেন্ট অব ডেইরী সায়েন্স এর ইন্তেকালে তাঁদের স্মরণে এক স্নিগ্ধ ও আবেগঘন স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ০৬ অক্টোবর বাদ আছর রাজধানীর খামারবাড়ি সংলগ্ন তুলা উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রফেসর আবিদুর রেজা ও প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ ছিলেন প্রাণিসম্পদ শিক্ষাক্ষেত্রের উজ্জ্বল নক্ষত্র, যাঁদের অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে চিরকাল। তাঁদের নিষ্ঠা, মানবিকতা ও শিক্ষকতার আদর্শ আজও প্রাক্তন ছাত্র, সহকর্মী ও সহপাঠীদের হৃদয়ে গভীরভাবে স্থান দখল করে আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, কৃষিবিদ নুরু মিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আলী আকবর, কৃষিবিদ রফিকুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক প্রমুখ।

কৃষিবিদ মোঃ শাহাদৎ হোসেন-এর সঞ্চালনায় স্মরণসভায় বক্তারা বলেন, প্রফেসর আবিদুর রেজা ও প্রফেসর ড. আব্দুল ওয়াদুদ ছিলেন শিক্ষাঙ্গনের দুই আলোকিত ব্যক্তিত্ব, যাদের জ্ঞান, মমতা ও প্রজ্ঞা অগণিত শিক্ষার্থীর জীবনে অমলিন ছাপ রেখে গেছে। তাঁদের অনুপ্রেরণায় গড়ে ওঠা প্রজন্ম আজও তাঁদের শিক্ষা ও মানবিকতার আলো বহন করছে।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের কর্মময় জীবনের নানা স্মৃতি, শিক্ষার্থীদের প্রতি অসীম ভালোবাসা, গবেষণাক্ষেত্রে অবদান এবং শিক্ষক হিসেবে তাঁদের অনুকরণীয় জীবনাদর্শের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “প্রফেসর আবিদুর রেজা ও ড. আব্দুল ওয়াদুদ ছিলেন আমাদের প্রেরণার উৎস। তাঁদের নিষ্ঠা, নৈতিকতা ও মানবিক গুণাবলি শিক্ষার্থীদের মাঝে আজও জীবন্ত।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেকৃবি'র এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ড. নাথুরাম সরকার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. এবিএম খালেদুজ্জামান,কৃষিবিদ লুৎফর রহমান, কৃষিবিদ শাহ জামান খান তুহিন, কৃষিবিদ মোঃ শরিফুল হক, কৃষিবিদ মাহবুব হাসান, ড. খান মোহাম্মদ শহিদুল হক, কৃষিবিদ লুৎফর রহমান খান, কৃষিবিদ মোহাম্মদ ফয়জুর রহমান, কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান মেজবা, কৃষিবিদ সাখাওয়াত হোসেন. ড. গোলাম আযম. ড. সাজেদুল করিম সরকার, কৃষিবিদ জাকারিয়া ইসলাম, কৃষিবিদ নাজমুস সাকিব হামিম, কৃষিবিদ শাহ জামাল, কৃষিবিদ ইয়াহিয়া ইমরান সহ আরো অনেকে।

স্মরণসভা শেষে প্রয়াত দুই অধ্যাপকের রূহের মাগফিরাত, জান্নাতে উচ্চ মর্যাদা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ কৃষিবিদ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানটির আয়োজনটি যৌথভাবে করে বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন (বাহা), বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটি (বাহাস) এবং বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি অ্যালামনাই এসোসিয়েশন।

স্মরণসভায় সহকর্মী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের প্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।