গবেষকদের জন্য প্রয়োজনভিত্তিক গবেষণা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ-সিকৃবি ভিসি

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, গবেষকদের জন্য প্রয়োজনভিত্তিক গবেষণা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের গবেষণাকে আরও কার্যকর এবং প্রাসঙ্গিক করে তোলে। এর জন্য সুনির্দিষ্ট লক্ষ নির্ধারণ ও প্রাসঙ্গিকতা যাচাই করা জরুরি । তিনি আরও বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে আরও নিখুঁত ডেটা বিশ্লেষণ ও মডেলিং প্রয়োজন।

১০ অক্টোবর (শুক্রবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এফভিএবিএস ডিন কনফারেন্স রুমে "এমনেট ইনসাইটস ইন বাংলাদেশ ম্যালেরিয়া মডেলিং” গবেষণা প্রকল্পের সিলেট বিভাগের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক চন্দ্র নাথের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ অনুষদীয় শিক্ষক ও প্যারাসাইটোলজি বিভাগের এমএস শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।