এগ্রিলাইফ২৪ ডটকম: ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB)-এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের দুজন বিশিষ্ট পোল্ট্রি বিজ্ঞানী ড. মোঃ শওকত আলী, প্রফেসর ও বিভাগীয় প্রধান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, পশু পালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং ড. মুহাম্মদ আব্দুস সামাদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও দপ্তর প্রধান, ট্রান্সবাউন্ডারি এ্যানিমেল ডিজিজ রিসার্চ সেন্টার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI), সাভার।
পোল্ট্রি খাতের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও শিল্প সংশ্লিষ্ট নীতি প্রণয়নে তাঁদের দীর্ঘদিনের অবদান উল্লেখযোগ্য। সহ-সভাপতি হিসেবে তাঁদের নির্বাচন দেশের পোল্ট্রি গবেষণা ও শিল্প বিকাশে নতুন দিক উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
World’s Poultry Science Association (WPSA) দেশের পোল্ট্রি বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।