বাকৃবির গবেষণা প্রকল্পের চুরি হওয়া ১৪ ভেড়ার মধ্যে ৪ ভেড়া উদ্ধার

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের উন্নত ‘দরপার’ ও ‘গাড়ল’ ভেড়া জা‌তের চুরি হওয়া ১৪টি ভেড়ার মধ্যে ৪টি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাতে বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকার মৃত হোসেন সিকদারের ছেলে মো. আবুল কালাম (৪৮) এবং একই এলাকার মৃত কসর উদ্দিন শেখের ছেলে মো. হিরা মিয়া (৩৫)।

সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি ব‌লেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামার থেকে এসব ভেড়া চুরি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর কোতোয়ালি মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভেড়াগুলো উদ্ধার করে। বাকিগুলো উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বাকৃ‌বির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারি এই ভেড়ার ওপর গবেষণার জন্য বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস) গোল্ড মেডেল অর্জন করেছেন। মাল্টিপল ওভুলেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার বিষয়ে তাঁর এ গবেষণাকর্ম বিশেষভাবে স্বীকৃতি পায়।

তি‌নি ২০১১ সাল থেকে ভেড়ার ভ্রূণ ও ভ্রূণ স্থানান্তর নিয়ে গবেষণা চালিয়ে আসছেন। এ ছাড়া দেশে প্রথমবারের মতো তিনিই ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ভেড়ার বাচ্চা উৎপাদন করেন। সুপার ওভুলেশনের মাধ্যমে বছরে ২৫–৩০টি উন্নত প্রজাতির কাঙ্ক্ষিত ভ্রূণ উৎপাদনে সক্ষম হন তিনি। এসব গবেষণা দেশের আমিষের চাহিদা পূরণ ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।