এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে স্মৃতি আর অশ্রুসিক্ত আবহে অনুষ্ঠিত হলো ৪৭তম ব্যাচের প্রয়াত সহপাঠীদের স্মরণে শোকসভা ও দো’আ মাহফিল। আজ শুক্রবার ১০ অক্টোবর ২০২৫ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭তম ব্যাচের সহপাঠী ও শিক্ষকবৃন্দ।
সহপাঠীরা জানান, দীর্ঘ শিক্ষাজীবন ও পেশাগত জীবনের বন্ধন অটুট থাকলেও কিছু প্রিয় মুখ চিরদিনের জন্য হারিয়ে গেছে এই বেদনা কখনো কাটার নয়। অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় প্রয়াত জাহিদুল ইসলাম, শফিকুর রহমান, ড. মোঃ আব্দুল আলীম এবং মোঃ দেলোয়ার হোসেনকে। একই সঙ্গে ছাত্রজীবনে আমাদের মাঝ থেকে বিদায় নেওয়া তৌহিদ বিল্লাহ তাপস ও সুইনিমা মারমাকেও স্মরণ করা হয় আবেগভরে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অধ্যাপক ড. রজ্জব আলী, অধ্যাপক ড. সালাহউদ্দীন মাহমুদ চৌধুরী, ড. আমির হোসেন, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক, আবু জাফর আনসারীসহ মোট ২২ জন প্রাক্তন শিক্ষার্থী ও ব্যাচমেট।
বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু বন্ধু নয় একটি পরিবার উপহার দেয়, আর সেই পরিবারের কাউকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। তারা আরও বলেন, প্রয়াত সহপাঠীরা নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, আন্তরিকতা ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন। তাদের জীবন ছিল প্রেরণাদায়ী, আর চলে যাওয়া ছিল অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক।
সবশেষে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহান আল্লাহর দরবারে দো’আ করা হয় যেন তিনি সকল মৃত সহপাঠীর রুহের মাগফিরাত কবুল করেন, তাদের জান্নাতের মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি প্রদান করেন।
মানবিক এই আয়োজন শেষে সহপাঠীদের একজন আবু জাফর আনসারী জানান, ৪৭তম ব্যাচের বন্ধুত্ব শুধু স্মৃতিতে নয়, কর্মে এবং দায়িত্ববোধে চিরস্থায়ী হবে। প্রয়াতদের স্মরণে ভবিষ্যতে আরও স্মৃতিচারণমূলক ও কল্যাণধর্মী কার্যক্রম হাতে নেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।