গুণী শিক্ষক সম্মাননা পেলেন সিকৃবি'র ড. সামিউল

এগ্রিলাইফ২৪ ডটকম: সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে সিলেট জেলার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে একজন করে শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সুবিদ বাজারস্থ পিটিআই অডিটোরিয়ামে রবিবার সকালে আনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক মোঃ সরওয়ার আলম, প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।

দিবসটির মূল প্রতিপাদ্য ছিল "শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। বক্তাগণ বলেন, এই থিমটি বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান খুঁজতে শিক্ষার অপরিহার্য ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে এবং শিক্ষকদের ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের উপর জোর দেয়া হয়।