এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের স্বনামধন্য ভেটেরিনারী/ফিশারিজ এনিমেল হেলথ্ কোম্পানি "রোরাস এগ্রো ফার্মা'য় জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক সৎ,পরিশ্রমী ও দক্ষ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে অনলাইন/ডাকযোগে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ: ০৩.১০.২০২৪ ইং এবং শেষ তারিখ: ০২.১১.২০২৪ ইং।
পদের নাম: টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ
চাকুরির ধরণঃ এনিমেল হেলথ্ পণ্য বিপনণ
কর্মস্থল: বগুড়া, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, জামালপুর।
আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান হতে হবে। (অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)। ডিপ্লোমা ইন ফিশারিজ/ডিপ্লোমা ইন লাইভস্টোক প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীকে বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা রাখতে হবে। প্রার্থীকে বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
*আগ্রহী প্রার্থীগনকে অভিজ্ঞতা সহ জীবনবৃত্তান্ত ডাকযোগে/ই-মেইলে নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
রোরাস এগ্রো ফার্মা
১১৭/২৭, কর্ণ পাড়া, সাভার, ঢাকা-১৩৪০
মোবাইল নংঃ ০১৭৫২-৪০৭২৮৬/০১৭৩৩-৮৮৪৫৭২
E-mail:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.