এখনই সময় আমের মুকুল রক্ষার সহজ উপায়

সমীরণ বিশ্বাস:আম গাছের মুকুল সুস্থ রাখতে সঠিক যত্ন এবং সময়মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুকুল ঠিকঠাক থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি রোগ-বালাই থেকেও গাছ থাকবে নিরাপদ। চলুন, এই যত্নের সহজ কিছু উপায় জেনে নিই।

মুকুল আসার আগে গাছের যত্ন: মুকুল আসার আগে গাছের যত্ন নিন। আম গাছ সুস্থ রাখতে এই ছোট ছোট পদক্ষেপগুলো অনেক বড় ভূমিকা রাখে।

আগাছা পরিষ্কার করুনঃ আগাছা শুধু গাছের পুষ্টি কমায় না, রোগ-বালাইয়ের ঝুঁকিও বাড়ায়। তাই মাটির চারপাশ একদম পরিষ্কার রাখুন।

মরা ডালপালা কেটে ফেলুনঃ মরা বা শুকনো ডাল গাছে শুধু ওজন বাড়ায়, কিন্তু কোনো কাজে আসে না। এগুলো কেটে গাছকে হালকা করুন।

পরগাছা সরানঃ গাছের শক্তি চুরি করে নেওয়া পরগাছা দূর করুন।

সেচ বন্ধ করুনঃ মুকুল আসার ২-৩ মাস আগে সেচ বন্ধ রাখলে গাছ আরও ভালোভাবে প্রস্তুত হয়।

প্রথম স্প্রে: সময়মতো করলে ভালো ফল পাবেন মুকুল যখন ৪-৬ ইঞ্চি হয়, তখন সঠিকভাবে স্প্রে করলে গাছ রোগমুক্ত থেকে ।

কী ব্যবহার করবেন : ১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক। ২ গ্রাম ম্যানকোজেব ছত্রাকনাশক।

কীভাবে করবেন:  গাছের সমস্ত অংশ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন।

মনে রাখবেন: ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের স্প্রে করা যাবে না।

প্রয়োজন হলে জানুয়ারিতে আরেকটি স্প্রে করুন যদি জানুয়ারি মাসে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকে, তবে মুকুল আসার ১৫-২০ দিন আগে স্প্রে করতে পারেন।

কী ব্যবহার করবেন: ১ লিটার পানিতে ১ মিলি সাইপারমেথ্রিন কীটনাশক।  ২ গ্রাম সালফারযুক্ত ছত্রাকনাশক।

এটি কীভাবে সাহায্য করবে: হপার পোকা থেকে সুরক্ষা। সূট্যি মোল্ড ছত্রাকের আক্রমণ কমানো।

দ্বিতীয় স্প্রে: যখন মুকুলে ফল আসবে আমের মটর দানা আকৃতি তৈরি হলে দ্বিতীয় স্প্রে করতে হবে।

কী ব্যবহার করবেন: ১ লিটার পানিতে ০.৫ মিলি ইমিডাক্লোপ্রিড কীটনাশক।  ২ গ্রাম কার্বেন্ডাজিম ছত্রাকনাশক।

পদ্ধতিঃ গাছের সম্পূর্ণ অংশ ভিজিয়ে স্প্রে করুন।

আপনার গাছের জন্য আপনার ভালোবাসাই আসল যত্ন সঠিকভাবে পরিচর্যা করা। আপনার আম গাছের মুকুল সুরক্ষিত রাখতে এই কয়েকটি ধাপ অনুসরণ করুন। গাছের সঠিক যত্নই ভালো ফলনের চাবিকাঠি। কৃষি বিষয়ক প্রয়োজনীয় পরামর্শের জন্য নিকটস্থ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

লেখক:কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ , ঢাকা।