সকল সাফল্যে পার্টনার কোম্পানির সাথে পথ চলতে চায় "ARENA AGRO"

এগ্রিলাইফ২৪ ডটকম: ব্যবসায়িক কার্যক্রমের সকল সাফল্যে পার্টনার কোম্পানির সাথে পথ চলতে চায় এরনা এগ্রো। আগামীর সাফল্যে একসাথে থাকার লক্ষে ক্লিনসিটি রাজশাহীর Sea Dine রেষ্টুরেন্টে এক ব্যতিক্রম অনুষ্ঠানে অংশগ্রহন করলো টীম ARENA AGRO এবং তাদের পার্টনার কোম্পানি Fish Tune Agrovet-এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরেনা এগ্রো'র প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ খন্দকার মাহমুদ হোসেন।

"Towards New Heights of Success" এ স্লোগানকে সামনে রেখে "ARENA AGRO" এবং পার্টনার কোম্পানি "Fish Tune Agrovet" যৌথ উদ্যোগে "BUSINESS PLANNING MEETUP 2025" শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তাসলিমা নাসরীন, ম্যানেজিং পার্টনার, লাইফলিংক এরেনা ও আবু রায়হান, এসিট্যান্ট ম্যানেজার, এরেনা এগ্রো, ময়মনসিংহ ।

গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত ব্যতিক্রমী এ আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ মামুনুর রশিদ, ম্যানেজিং পার্টনার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃআবু বাক্কার সিদ্দিক, পার্টনার, ফিস টিউন এগ্রোভেট।

কর্মশালায় এরেনা এগ্রো' এর পার্টনার কোম্পানি হিসেবে ফিস টিউন এগ্রোভেট আত্নপ্রকাশ এবং সেইসাথে বিপনন জগতে স্থান করে নেওয়ার জন্য, শুভকামনা জানানো হয় এবং পাশে থাকার অংগীকার ব্যক্ত করা হয়।

এছাড়াও উক্ত কোম্পানিদ্বয়ের মাঠ পর্যায়ের কর্মীবাহিনী, রাজশাহীর ভেটেরিনারিয়ানগণ ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।