সমীরণ বিশ্বাস: শসা গাছের কান্ডের প্রত্যেক পর্ব থেকে একটি পাতা, একটি উপশাখা, একটি আকর্ষী, একগুচ্ছ পুরুষ ফুল, এক বা একাধিক স্ত্রী ফুল বের হয়। আর প্রত্যেক পর্ব থেকে বের হওয়া উপশাখা ছাঁটাই করে দিতে হবে। গাছটিতে শুধু মূল কান্ড থাকবে, অন্য কোন শাখা প্রশাখা থাকবে না। অর্থাৎ মুল গাছ থেকে বের হওয়া উপশাখা গুলি কেটে বা ছাঁটাই করে দিতে হবে, উহাকেই বলে প্রুনিং বা গাছ সাটাই করা।
সুফল:
•ফলন বেশি হবে
•গাছ দেখতে আকর্ষণীয় হবে
•গাছ সহজে হলুদ হয়ে যাবে না
•ফলের সাইজ,আকার একই রকম থাকবে
•গাছে রোগ-বালাই কম হবে (পর্যাপ্ত আলো বাতাস পাওয়ায়)
লাউ, কুমড়া ,শসা ও তরমুজ ইত্যাদি ফসলে উপর উল্লেখিত পদ্ধতিতে গাছ ছাটাই (প্রুনিং) করে দিলে ভালো ফলন পাওয়া যায়।
লেখক: কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ