নাটোরে "শীতকালীন খামার ব্যবস্থাপনা" শীর্ষক এক কারিগরী কর্মশালার আয়োজন করলো এজি এগ্রো

এগ্র্রিলাইফ২৪ ডটকম: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে নাটোরে শীতকালীন খামার ব্যবস্থাপনা শীর্ষক এক কারিগরী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ শাহাদাত হোসেন টেকনিক্যাল হেড, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নাটোর সদরের এক ঢালা নামক স্থানে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিপোতে আয়োজিত এ কর্মশালায় এলাকার প্রায় ৫০ জন খামারী অংশ নেন। অনুষ্ঠানে খামারিরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শীতকালে মুরগি পালন বিশেষ করে ব্রুডিং ম্যানেজমেন্ট, শেডে পর্দা ব্যবস্থাপনা সহ নিত্য নতুন ইনোভেটিভ কারিগরী বিষয়াদি জানতে পারেন এবং সে অনুযায়ী খামার ব্যবস্থাপনার দিক নির্দেশনা পান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান জেড এম জোন-২,মোঃ গোলাম মোস্তফা ক্যাটল ফিড সেলস এন্ড মার্কেটিং, শরিফ শাহ সজল আরএসএম পাবনা রিজিয়ন, এবং পাবনা রিজিয়নের সেলস অফিসার শেখ মাহমুদুর রহমান, গোলাম রব্বানী,মোহাম্মদ সাকিব হোসেন।

অনুষ্ঠানে খামারিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষনীয়। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে আকর্ষণীয় উপহার প্রদান এবং মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করা হয়।