এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ খাতকে আজকের এই অবস্থানে আনতে খামারি থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের অবদান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণিসম্পদের অবস্থানকে আরো সুসংহত করতে হবে। এজন্য সকলকে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) Argil NE Bangladesh-এর পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানোর এসব কথা বলেন মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন Argil NE Bangladesh-এর-এর সিইও এ.কে.এম. হুমায়ুন কবির। এ সময় রাশেদুর রহমান রূপম (পার্টনার), মোঃ মাহবুবুর রহমান (সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ), মোঃ পরশ মনি অফিসার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এবং এস এম আতিকুর রহমান (ডেপুটি হেড অব সেলস্) উপস্থিত ছিলেন।
সরকারী ও বেসরকারি উদ্যোক্তাদের যৌথ এ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ মেধাবি জাতি গঠনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।