জাতীয় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি "প্রাণিসম্পদ খাত"

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় অগ্রগতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো প্রাণিসম্পদ খাত। এ খাতে যেমন অপার সম্ভাবনা আছে তেমনি আছে অনেক চ্যালেঞ্জ। তাই খামারি থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের নিয়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাগুলিকে এগিয়ে নিয়ে সবার জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংসের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

আজ সরকারী (২ জানুয়ারি) Provet Resources Ltd.-এর-এর পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানোর এসব কথা বলেন মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

এসময় Provet Resources Ltd.-এর ডিরেক্টর ডা. শামীম আহমেদ তুষার, বায়োকেম-এর কান্ট্রি ম্যানেজার ডা. রফিকুল ইসলাম স্বরণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

বাংলাদেশের বড় একটি সম্ভাবনাময় খাত প্রাণিসম্পদ খাত। এর উপকারভোগী বাংলাদেশের আপামর জনসাধারণ। কাজেই সরকারী ও বেসরকারি উদ্যোক্তাদের যৌথ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ ও মেধাবি জাতি গঠনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন সুধীজনেরা।