উদ্যোক্তা তৈরির একটি অন্যতম হাতিয়ার "প্রাণিসম্পদ খাত"

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এ খাতে কাংখিত উৎপাদন না হলে দেশে খাদ্য ও পুষ্টি সংকট তৈরি হবে। পুষ্টি ও আমিষের চাহিদা পূরণের মাধ্যমে এ খাত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বেকারদের স্বাবলম্বী করে তাই উদ্যোক্তা তৈরির একটি অন্যতম হাতিয়ার হলো "প্রাণিসম্পদ খাত"।

বুধবার (১ জানুয়ারী) বছরের প্রথম দিনে সকালে বায়ো কেয়ার এগ্রো লিমিটেড-এর পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানোর এসব কথা বলেন, নবনিযুক্ত মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান।

এসময় বায়ো কেয়ার এগ্রো লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর কৃষিবিদ মো: সাখাওয়াত হোসেন, ন্যাশনাল সেলস্ ম্যানেজার শরীফ হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। তাই এ খাতকে আরো গতিশীল করা প্রয়োজন। কাজেই সরকারী ও বেসরকারি সকল উদ্যোক্তাদের যৌথ এ প্রচেষ্টায় সুস্থ সুন্দর মেধাবি জাতি গঠনে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন সুধীজনেরা।