উচ্চমানের এনিম্যাল হেলথ্ পণ্য ও সেবার জন্য দেশব্যাপী স্বীকৃতি অর্জন করেছে আরিফস্ (বাংলাদেশ) লি:

রাজধানী প্রতিবেদক: দেশে পোল্ট্রি শিল্পে একবারে শুরুর দিকের কোম্পানী আরিফস্ (বাংলাদেশ) লি:। ১৯৮৯ সালে হয়ে দেশের প্রাণিস্বাস্থ্য শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তারা প্রাণি চিকিৎসার ওষুধ, ভ্যাকসিন, পুষ্টিকর পণ্য এবং সরঞ্জাম সরবরাহ করে থাকে। এছাড়াও, তারা প্রাণিস্বাস্থ্য সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত রয়েছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

চলতি মাসের ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপি ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো উপলক্ষে আয়োজকদের শুভেচ্ছা জানিয়ে আরিফস্ বাংলাদেশ লি: জেনারেল ম্যানেজার (অপারেশন) প্রনয় কুমার দত্ত (অপু) বলেন, আরিফস্ (বাংলাদেশ) লিমিটেডের মূল লক্ষ্য হলো প্রাণিস্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং খামারীদের প্রয়োজনীয় পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করা। তাদের পণ্য ও সেবাগুলো প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ এবং প্রাণীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করছে।

আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে জানিয়ে তিনি সকলকে আরিফস্ (বাংলাদেশ) লি:-এর কার্যক্রম পরিদর্শনের জন্য মেলায় তাদের স্টল ভিজিট করার জন্য আমন্ত্রন জানিয়েছেন। মেলায় তাদের স্টল নং (Stall : 192,193,194,195, Hall B Category B)