পোল্ট্রি শিল্পে টিকে থাকার চাবিকাঠিঃ সঠিক পুষ্টি, ব্যবস্থাপনা, মান সম্পন্ন বাচ্চা ও নতুন প্রযুক্তির প্রয়োগ

এগ্রিলাইফ প্রতিবেদকঃ পোল্ট্রি শিল্পে উৎপাদন খরচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফিডের ব্যয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তির ব্যবহার ও গবেষণার পরিধি আরো বিস্তৃত করার আহবান জানিয়েছেন আরমান ফিডস্ অ্যান্ড ফিসারিজ লিমিটেড (পুস্টিরাজ ফিড)-এর সিইও কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান খান।

আন্তর্জান্তিক পোল্ট্রি মেলা উপলক্ষে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “সর্বোচ্চ উৎপাদনশীলতা এবং অধিক লাভের জন্য ফিডের সঠিক পুস্টিমান নিশ্চিতের পাশাপাশি, মানসম্মত বাচ্চা এবং খামারি পর্যায়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন খরচ কমানোর কোন বিকল্প নাই।“

তিনি আরো বলেন, আন্তর্জাতিক পোল্ট্রি মেলায় ডিজিটাল ফিড ম্যানেজমেন্ট, এনজাইম ও প্রয়োজনীয় ফিড অ্যাডিটিভসের যথাযোগ্য পরিমিত ব্যবহার পোলট্রি শিল্পের টেকসই উন্নয়নে সর্বোচ্চ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবারের পোল্ট্রি মেলায় আরমান ফিডস্ অ্যান্ড ফিসারিজ লিমিটেড (হল নংঃ বি, স্টল নংঃ ৩৩৭-৩৪০)-এ অংশগ্রহন করছে। তিনি সকলকে মেলায় পুষ্টিরাজ ব্র্যান্ডের ফিড ও পুষ্টিরাজ চিকস্ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাদের স্টল ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছেন।