পোল্ট্রি সেক্টরের মানুষের সবচেয়ে বড় মিলনমেলা "১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো"

রাজধানী প্রতিনিধি: ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো হবে পোল্ট্রি সেক্টরের সবচেয়ে বড় মিলনমেলা। এখানে আগত সকলে নিজেদের কার্যক্রম স্টেকহোল্ডারদের জানানো ও তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পোল্ট্রি সেক্টরের বিভিন্ন সমস্যার সমাধান দিতে চেষ্টা করবে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এগ্রোভেট ডিভিশন সম্পূর্ণ ব্যতিক্রমী আঙ্গিকে তাদের কার্যক্রমকে মেলায় ফুটিয়ে তুলবে।

১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি শো-উপলক্ষে এগ্রিলাইফকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন, জনাব জয়ন্ত দত্ত গুপ্ত জেনারেল ম্যানেজার (এগ্রোভেট এন্ড ক্রপকেয়ার ডিভিশন), স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। মেলাটি যৌথভাবে আয়োজন করছে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

আগামী ২০-২২ শে ফেব্রুয়ারি বাংলাদেশ- চায়না  ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী  যাতে অংশগ্রহণ করবে দেশ- বিদেশের নামকরা সব প্রতিষ্ঠান যার মধ্যে স্কয়ার তার ছাপ আলাদাভাবে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনাব জয়ন্ত দত্ত গুপ্ত।

তিনি বলেন- প্রতিবারের মতো এবারো মেলায় তারা খামারী থেকে শুরু করে সেক্টরের এন্টারপ্রেনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ান ও কনসালটেন্ট সহ সেক্টর সংশ্লিষ্ট সবার সাথে মতবিনিময় করে ভোক্তাদের  সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখতে চেষ্টা করবেন । মেলায় তাদের স্টল নম্বর হল- বি, স্টল: ২১৯- ২২৬। মেলায় তাদের কার্যক্রম বিস্তারিত জানতে তিনি সকল দর্শনার্থী কে স্কয়ার এর স্টলে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ।