এগ্রিলাইফ প্রতিবেদক: দেশে পোল্ট্রি শিল্পে আত্মকর্মসংস্থান ও প্রেটিনের চাহিদা পুরনের লক্ষ্যে নাহার এগ্রো দীর্ঘ দিন কাজ করে যাচ্ছে। হাজারো মানুষের কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রান্তিক খামারীদের উন্নয়নে এক অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে কাজ করছে। পোল্ট্রি খাতকে লাভজনক এবং টেকসই করার লক্ষ্যে নাহার এগ্রো প্রতিনিয়ত আধুনিক এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে, যা খামারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
১৩ তম আন্তর্জাতিক পোল্ট্রি মেলার সফলতা কামনা করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, জনাব রাকিবুর রহমান টুটুল বলেন, "নাহার এগ্রো সবসময় নতুন উদ্ভাবন এবং উন্নত প্রযুক্তির সাহায্যে পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে। আমরা
খামারীদের কারিগরী সহায়তা এবং তাদের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি।"
রাকিবুর রহমান টুটুল বলেন, "প্রান্তিক খামারীর সাফল্য - নাহার এগ্রোর সাফল্য " এটাই আমাদের লক্ষ , এই উদ্দেশ্যেই আমাদের সকল কর্মী কাজ করে যাচ্ছে , পোল্ট্রি খামারের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে নাহার এগ্রো পোল্ট্রি শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও অর্থনৈতিক উন্নয়নে অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে কাজ করছে।
মেলায় তাদের প্যাভিলিয়নের অবস্থান (Hall-A, Stall No. 91-99)। মেলায় তাদের কার্যক্রম, পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত জানতে সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন রাকিবুর রহমান টুটুল ।