"আর্গন ফ্যামিলি ডে-২০২৫” পরিবার, উৎসব ও আনন্দের এক মিলনমেলা

এগ্রিলাইফ প্রতিবেদক: "আর্গন ফ্যামিলি ডে-২০২৫" শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং এটি আর্গন পরিবারের এক অভূতপূর্ব মিলনমেলা, যেখানে আনন্দ, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধের এক অপূর্ব বন্ধন গড়ে ওঠে। আর্গন এনিমেল হেলথ লিঃ-এর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে এই প্রথমবারের মতো আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

গত রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ঝিনাইদহের মনোরম পরিবেশে অবস্থিত জোহান ড্রীমভ্যালী পার্ক এন্ড রিসোর্ট-এ অনুষ্ঠিত হলো "আর্গন ফ্যামিলি ডে-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মোঃ সাদিকুর রহমান।

প্রতিষ্ঠানের সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। কর্মীদের মধ্যে সৌহার্দ্য ও পরিবারবোধ আরও সুদৃঢ় করতে এমন আয়োজন আগামী বছরগুলোতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদিকুর রহমান।



আর্গন পরিবারের এই আয়োজনে শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দের মধ্যে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবু আব্দুল্লাহ ওবায়েদ, রিজিওনাল সেলস্ ম্যানেজার (সাউথ জোন) মোঃ আসাদুজ্জামান, জোন ইনচার্জ (নর্থ জোন) মোঃ রাশেদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সিনিয়র এক্সিকিউটিভরা "আর্গন ফ্যামিলি ডে-২০২৫”-তে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আর্গন পরিবারের সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গ (স্ত্রী ও সন্তান-সন্ততি) মিলিয়ে মোট ১১২ জন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনে ছিল বিভিন্ন আনন্দময় কার্যক্রম, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত।