“আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর পরিবেশক সম্মেলন-২০২৫: সেরা পরিবেশকদের সম্মাননা”

এগ্রিলাইফ প্রতিনিধি: যশোরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো "আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর পরিবেশক সম্মেলন-২০২৫"। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫৩ জন পরিবেশক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনকারী শীর্ষ ৫ জন পরিবেশককে আকর্ষণীয় উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। সর্বোচ্চ বিক্রেতা হিসেবে অর্ধকোটি টাকা বিক্রয় করে প্রথম স্থান অর্জন করেন আস্থা ট্রেডিং (নওয়াপাড়া বাজার, অভয়নগর, যশোর)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান মোঃ সাদিকুর রহমান। তিনি প্রতিযোগিতামূলক বাজারে পরিবেশকদের আরও দক্ষতা ও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী ইন্টারন্যাশনাল লিঃ; জে. এম ইকবাল হোসেন, অধ্যক্ষ, ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজ; এবং জি. এম জুলফিকার আব্দুল্লাহ, সাবেক সহকারী প্রধান শিক্ষক, যশোর জিলা স্কুল।

জেসমিন মিতুর সঞ্চালনায় বার্ষিক পরিবেশক সম্মেলনে আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ ওবায়েদ, রিজিওনাল সেলস্ ম্যানেজার (সাউথ জোন) মোঃ আসাদুজ্জামান এবং জোন ইনচার্জ (নর্থ জোন) মোঃ রাশেদ আনোয়ার প্রমুখ।

এই সম্মেলন শুধু সেরা পরিবেশকদের স্বীকৃতি প্রদানের জন্যই নয়, বরং ভবিষ্যতের উন্নত বিক্রয় কৌশল ও ব্যবসায়িক সাফল্যের পথচলার জন্য দিকনির্দেশনাও প্রদান করা হয়। সম্মেলনের শেষাংশে পরিবেশকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং কোম্পানির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর সঙ্গে তাদের সফলতার নতুন দিগন্ত গড়ে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলেই।