এগ্রিলাইফ২৪ ডটকম: সম্প্রতি হোটেল হাসান ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হলো "আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫"। আর্গন পরিবারের ৫২ জন বিক্রয় প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্মেলনে সকলকে শুভেচ্ছা গিফট প্রদান করা হয়। বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনকারীদের সম্মানিত করতে ম্যান অব দ্যা ইয়ার পুরস্কার ঘোষণা করা হয় এবং বিজয়ীদের আকর্ষণীয় গিফট ও ক্রেস্ট প্রদান করা হয়। টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ বিক্রয় করে ম্যান অব দ্যা ইয়ার এওয়ার্ড ও বিদেশ ভ্রমণ (থাইল্যান্ড) অর্জন করেছেন নড়াইল টেরিটরির আবির হাসান রিমন।
এছাড়া ধারাবাহিক বর্ষসেরা পারফর্মার এওয়ার্ড ও নেপাল ট্যুর লাভ করেন সাব্বির খান নিশান, উদীয়মান বর্ষসেরা পারফর্মার এওয়ার্ড ও নেপাল ট্যুর পান মো: সাইদুজ্জামান সুমন।
এ বছর বিভিন্ন পদোন্নতিতে যারা সম্মানিত হয়েছেন:
- মো: আসাদুজ্জামান (সাউথ জোন) - রিজিওনাল সেলস ম্যানেজার
- মো: রাশেদ আনোয়ার (নর্থ জোন) - জোন ইনচার্জ
- মো: মাহাবুর রহমান (গোপালগঞ্জ এরিয়া) - সিনিয়র টেরিটরি সেলস্ ম্যানেজার
- নতুন ম্যানেজার পদোন্নতি:
- মো: আবির হাসান রিমন (খুলনা এরিয়া)
- মো: ইয়াছিন আরাফাত (সাতক্ষীরা এরিয়া)
- সাব্বির খান নিশান (যশোর এরিয়া)
- মো নজরুল ইসলাম (কালীগঞ্জ এরিয়া)
-আব্দুর রশিদ (বগুড়া এরিয়া)
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী ইন্টারন্যাশনাল লিঃ, জনাব আব্দুল মান্নান (বিশিষ্ট ব্যবসায়ী), জনাব মো: শফিকুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী) প্রমুখ।
আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ সাদিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান, আব্দুল্লাহ ওবায়েদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মোঃ আসাদুজ্জামান, রিজিওনাল সেলস্ ম্যানেজার (সাউথ জোন), মোঃ রাশেদ আনোয়ার, জোন ইনচার্জ (নর্থ জোন) প্রমুখ।
বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৫-এর সঞ্চালনায় ছিলেন জেসমিন মিতু। এই সম্মেলনের মাধ্যমে আর্গন এনিমেল হেলথ্ লিঃ-এর সকল প্রতিনিধিদের অনুপ্রাণিত করেছে এবং আগামীর বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে তাদের উদ্দীপ্ত করেছে বলে মনে করে আর্গন এনিমেল হেলথ্ লিঃ।