এগ্রো প্রফেশনাল'স অব বাংলাদেশ-এর উদ্যোগে উত্তরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: রাজধানীর উত্তরা হোটেল সি শেলে এগ্রো প্রফেশনাল'স অব বাংলাদেশ-এর আয়োজনে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ আমির হোসেন সানি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মুসা তালুকদার চমক। অনুষ্ঠানে সেক্টরের প্রায় ২৫০ জন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বেসরকারি চাকরিজীবীদের বিশেষ করে সেলস অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D), অ্যাডমিনসহ সংশ্লিষ্ট সকল পেশাজীবীদের নেটওয়ার্ক গড়ে তোলা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।