দি ভেট এক্সিকিউটিভ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি: দি ভেট এক্সিকিউটিভ-এর উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুলশান-১ এর ইমানুয়েল’স পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। তিনি তার বক্তব্যে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভেটেরিনারি পেশাজীবীদের অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

দি ভেট এক্সিকিউটিভ-এর প্রেসিডেন্ট ডা. মোঃ রেজাউল করিম মিয়া তার শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান বলেন "আমরা সকলে মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই"।

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আহবায়ক ডা. সফিউল সরদার স্বপন বলেন, "এ ধরনের মহতী অনুষ্ঠান ভেটেরিনারিয়ান এবং সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করে। আমরা এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।"

ওয়ার্ল্ডস্ পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-(WPSA-BB)-এর সাধারণ সম্পাদক ডা. বিপ্লব কুমার প্রামানিক বলেন, "সকলের সহযোগিতায় প্রাণীসম্পদ সেক্টরটাকে সুন্দর একটি অবস্থানে নিয়ে যেতে চাই। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সকলের সমর্থন কামনা করছি।"

এনিম্যাল হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর মহাসচিব মো. আফতাব আলম বলেন, "আমাদের ব্যবসায়িক কর্মক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের অবদান অপরিসীম। আমাদের উদ্দেশ্য ও গন্তব্য একই। সকলে একই ছাদের নিচে থেকে একত্রে কাজ করে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে চাই।"

বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোটার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন (BAFIITA)- এর মহাসচিব জয়ন্ত কুমার দেব তার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বলেন, "আমরা এই সেক্টরের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছি।"

অনুষ্ঠানে বাংলাদেশ লাইভস্টক ক্যাডার এসোসিয়েশন-এর আহবায়ক ডা. আঃ মান্নান মিয়া বলেন, প্রাণিসম্পদ সেক্টরকে আমরা আরো গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ ডা. আব্দুর রহিম এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রাণীসম্পদ সেক্টরের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

দি ভেট এক্সিকিউটিভ-এর মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন তার বক্তব্যে এ ধরনের আয়োজন পেশাজীবীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং শিল্পের অগ্রগতি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (BSSF) -এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান বলেন, "এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করায় BSSF-এর পক্ষ থেকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি।"

বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) -এর কোষাধ্যক্ষ ডা. এইচ এম নাজমুল হক বলেন, "এই ধরনের সুন্দর একটি প্রোগ্রামে আসতে পেরে আমি কৃতজ্ঞতা বোধ করছি। এই ধরনের আয়োজন আমাদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সংগঠন ও ব্যক্তিবর্গ প্রাণীসম্পদ ও ভেটেরিনারি সেক্টরের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এই ধরনের আয়োজনকে আরও নিয়মিত ও ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বান জানান।