সিগমা বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি: সিগমা বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আজ ২২ মার্চ রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে সিগমা বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী জনাব আনোয়ার হোসেন সিগমা পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও পোল্ট্রি এবং প্রাণিসম্পদ সেক্টরে কর্মরত গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান।

তিনি সবাইকে পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানান এবং অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেমিন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ডা. গোলাম মোরশেদ, সিগমা বাংলাদেশ লিমিটেডের ডিজিএম জনাব রিয়াজুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।