এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও পুষ্টিনির্ভর সমাধান প্রদানে অগ্রণী প্রতিষ্ঠান বায়ো কেয়ার এগ্রো লিমিটেড তাদের টেকনিক্যাল সাপোর্ট টিমে পূর্ণকালীন পদে জনবল নিয়োগ দিচ্ছে। প্রার্থীকে অবশ্যই ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডিগ্রিধারী হতে হবে। বিশেষভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অ্যাগ্রো বেজড্ ফার্ম (পোলট্রি, ফিশারিজ, ডেইরি ইত্যাদি) খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত এই ইমেইলে This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের শেষ তারিখ: ১৯ মে'২০২৫। প্রার্থির বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর। পদের সংখ্যা-৩। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দায়িত্বসমূহ:
- খামারিদের ও ডিলারদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা
- পণ্যের ব্রোশিওর, প্রোমোশনাল ম্যাটেরিয়াল তৈরি করা
- স্মার্ট ফার্ম ম্যানেজমেন্ট বিষয়ে খামারিদের গাইড করা
- প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও উপস্থাপন তৈরি
- নির্ধারিত সেলস টার্গেট অর্জনে প্রযুক্তিগত সহায়তা
- রোগ নির্ণয় ও প্রয়োজনে প্রেসক্রিপশন প্রদান
- খামার পরিদর্শন করে প্রতিবেদন তৈরি
- খামারী ও ডিলারদের সাথে সভার আয়োজন ও পণ্যের প্রচার
- ফিড ফরমুলেশন ও ফিড মিলকে কারিগরি সহায়তা প্রদান
- কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন
অন্যান্য সুবিধা:
- ট্যুর অ্যালাওয়েন্স, মোবাইল বিল
- দুইটি উৎসব বোনাস
- ডেইলি এলাউন্স
- সুদবিহীন মোটরসাইকেল লোন
কুরিয়ারে সিভি পাঠানোর ঠিকানা- বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড
মাইশা চৌধুরী টাওয়ার, স্যুট #৮-সি, লেভেল #৮, প্লট #GA-৩০/বি, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা