টেরিটরি ম্যানেজার/এরিয়া ম্যানেজার পদে নিয়োগ দিবে বায়ো কেয়ার এগ্রো লিমিটেড

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের খ্যাতনামা কৃষিভিত্তিক প্রতিষ্ঠান বায়ো কেয়ার এগ্রো লিমিটেড তাদের টিমে টেরিটরি ম্যানেজার/এরিয়া ম্যানেজার পদে কিছু সংখ্যক (৫ জন) অভিজ্ঞ ও উদ্যমী পুরুষ কর্মকর্তা ( ফুল-টাইম চাকরি) নিয়োগ দিচ্ছে। আবেদনকারীর বয়স ৩২ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে এবং অবশ্যই ৫ থেকে ৮ বছর সংশ্লিষ্ট খাতে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে পোলট্রি, ফিশারিজ, ডেইরি কিংবা অন্যান্য কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স/স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কাজের স্থানের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই পদে যারা আবেদন করবেন, তাদের এনিম্যাল হেলথ ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার আগ্রহ থাকতে হবে, পাশাপাশি নেতৃত্ব প্রদানের দক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা ও কঠোর পরিশ্রমের মনোভাব থাকা আবশ্যক।

কাজের দায়িত্বের মধ্যে থাকবে স্মার্ট ফার্ম ব্যবস্থাপনা নিয়ে খামারিদের পরামর্শ দেওয়া, প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দলকে পরিচালনা করা এবং মাঠ পর্যায়ে খামারি ও ডিলারদের সঙ্গে নিয়মিত সভা করে পণ্যের প্রচার ও বিক্রয় বৃদ্ধিতে ভূমিকা রাখা। এছাড়াও ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত যেকোনো দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, উৎসব ভাতা (২টি), দৈনিক ভাতা এবং সুদমুক্ত মোটরসাইকেল লোন।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে ২০২৫। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে এই ইমেইলে This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

কুরিয়ারে সিভি পাঠানোর ঠিকানা- বায়ো কেয়ার অ্যাগ্রো লিমিটেড
মাইশা চৌধুরী টাওয়ার, স্যুট #৮-সি, লেভেল #৮, প্লট #GA-৩০/বি, প্রগতি সরণি, শাহজাদপুর, গুলশান, ঢাকা