পুষ্টিরাজ ফিড সেলস কনফারেন্স ২০২৫” 'Most Profitable Sales Person হলেন মোঃ জয়নাল আবেদীন

বিশেষ প্রতিনিধি: আলো, হাততালি আর উৎসাহে মুখর ছিল কক্সবাজারের সমুদ্রপাড়ের লংবিচ হোটেল, যেখানে অনুষ্ঠিত হলো “পুষ্টিরাজ ফিড" সেলস কনফারেন্স ২০২৫”। আর এই মঞ্চেই এক অনন্য অর্জনের স্বীকৃতি পেলেন টাংগাইল জোনের সহকারী ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন।

প্রতি মাসে বিক্রয় লক্ষমাত্রা অর্জন এবং কোম্পানির বিপণন কার্যক্রমকে অধিকতর লাভজনক ও গতিশীল করে তোলার অসামান্য কৃতিত্বের জন্য তাকে ‘Most Profitable Sales Person 2024’ খেতাবে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন।

আয়োজনে উপস্থিত ছিলেন আরমান ফিডস অ্যান্ড ফিশারিজ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা, সহকর্মী বিক্রয় প্রতিনিধিরা এবং সারা দেশের বিভিন্ন শাখা থেকে আগত মার্কেটিং টিমের সদস্যরা।

সম্মাননা গ্রহণের সময় মোঃ জয়নাল আবেদীন বলেন, এই স্বীকৃতি শুধু আমার একার নয়, আমাদের টিমের প্রতিটি সদস্যের পরিশ্রমের ফল। আমরা একসাথে এগিয়ে চলেছি, এবং সামনে আরও বড় লক্ষ্যের দিকে তাকিয়ে আছি।"

অনুষ্ঠানে বক্তারা মোঃ জয়নাল আবেদীন-এর সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরেন এবং অন্যান্য বিক্রয় প্রতিনিধিদেরকেও অনুপ্রাণিত হতে আহ্বান জানান।