এগ্রিলাইফ প্রতিবেদক: খ্যাতনামা ফিড ব্র্যান্ড "পুষ্টিরাজ ফিড"-এর আয়োজনে সেলস কনফারেন্স–২০২৫ গত ২৫ ও ২৬ এপ্রিল কক্সবাজারের দৃষ্টিনন্দন হোটেল লং বিচে অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সে কোম্পানির বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিক্রয় প্রতিনিধি ও ম্যানেজমেন্ট টিম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "বেস্ট জোনাল ম্যানেজার–২০২৪" পুরস্কার প্রদান।
এই সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন কোম্পানির ঢাকা জোনের দক্ষ ও মেধাবী জোনাল ম্যানেজার মোঃ ফেরদৌস জামান। তাঁর অসাধারণ নেতৃত্ব, বিক্রয় কৌশল এবং টিম ম্যানেজমেন্টের মাধ্যমে অর্জিত সাফল্য এই পুরস্কার পাওয়ার মূল কারণ বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন।
পুরস্কার প্রাপ্তিতে মোঃ ফেরদৌস জামান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। 'পুষ্টিরাজ ফিড'-এর মতো একটি প্রতিষ্ঠানে কাজ করে আমি গর্বিত। ভবিষ্যতেও আমরা কোম্পানির বৃদ্ধি ও গ্রাহকসেবায় আরও অবদান রাখব।"
আরমান ফিডসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁর অবদানকে স্বাগত জানিয়ে বলেন, *"আমাদের সাফল্যের পেছনে এমন মেধাবী ও নিবেদিতপ্রাণ কর্মীদের ভূমিকা অপরিসীম। মোঃ ফেরদৌস জামান-এর মতো ট্যালেন্টেড লিডাররা কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।"
উল্লেখ্য, "পুষ্টিরাজ ফিড" বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে উন্নত মানের ফিড সরবরাহ করে আসছে, এবং এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানি তাদের কর্মীদের অনুপ্রাণিত করতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।