“পুষ্টিরাজ ফিড সেলস কনফারেন্স ২০২৫”সর্বোচ্চ বিক্রয় কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ফজলুল করিম সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি: বিক্রয় পরিমাণের ভিত্তিতে ২০২৪ সালের সর্বোচ্চ বিক্রয় কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন হয়েছেন ময়মনসিংহ অঞ্চলের প্রতিভাবান ডেপুটি ম্যানেজার মোঃ ফজলুল করিম সিদ্দিকী। এই অসামান্য অর্জনের স্বীকৃতি হিসেবে কক্সবাজারের সমুদ্রতীরবর্তী হোটেল লং বিচ-এ অনুষ্ঠিত “আরমান ফিডস এন্ড ফিসারিজ সেলস কনফারেন্স ২০২৫”-এ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয়।

পুরস্কার হিসেবে তিনি একটি সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং তিন রাত-চার দিনের মালয়েশিয়া ভ্রবনের সুযোগ পেয়েছেন। দুই দিনব্যাপী (২৫-২৬ এপ্রিল) এই বর্ণাঢ্য সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক সেলস প্রতিনিধিদের উপস্থিতিতে এর কৃতিত্বকে উদযাপন করা হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মোঃ ফজলুল করিম সিদ্দিকী বলেন_“পরিশ্রম, সততা এবং সময়মতো সেবা পৌঁছে দেয়ার চেষ্টা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। কোম্পানির প্রতিটি পর্যায়ের সহায়তা ছিল নির্ভরতার অন্যতম শক্তি। তবে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল খামারিদের বিশ্বাস পুষ্টিরাজের প্রতি তাদের আস্থা আমাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছে।”_

আরমান ফিডস এন্ড ফিশারিজ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “মোঃ ফজলুল করিম সিদ্দিকী'র এই অর্জন আমাদের গর্বিত করেছে। “সফলতা আসে তাদের দ্বারেই যারা বিশ্বাস রাখে নিজের প্রতি, সম্মান রাখে পণ্যের প্রতি, আর ভালোবাসে কাজকে।”_তিনি শুধু নিজের দায়িত্বই পালন করেননি, বরং অন্যদের জন্যও এক অনুপ্রেরণার মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।”_

মোঃ ফজলুল করিম সিদ্দিকী আশাবাদ ব্যক্ত করেন যে, এই অর্জন হবে তার ভবিষ্যৎ পথচলার আরো বড় অনুপ্রেরণা। তিনি চান যেন দেশের প্রতিটি সেলস অফিসার তার অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে কোম্পানীকে এগিয়ে নিয়ে যায়।