হবিগঞ্জে "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত

 

এগ্রিলাইফ২৪ ডটকম: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত পিএফএস সদস্যদের অংশগ্রহণে ১২ মে ২০২৫ সোমবার অনুষ্ঠিত হলো "পার্টনার কংগ্রেস "। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পল্লব হোম দাস, উপজেলা নির্বাহী অফিসার,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।স্বাগত বক্তব্য রাখেন জনাব মো: মশিউর রহমান, উপজেলা কৃষি অফিসার, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।

সভায় বক্তারা খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে চলা পার্টনার প্রকল্প, উত্তম কৃষিচর্চা বিষয়ে আলোচনা করেন।

শতাধিক অংশগ্রহনকারীর মধ্যে ছিলেন নন পিএফএস কৃষক - কৃষাণী, পিএফএস সদস্য, গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারগণ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।