শম্ভুগঞ্জে রায়া ফিডের নতুন ডিপো উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে “শফিক ফিড মিলস্ লিমিটেড (রায়া ফিড)” এর নতুন ডিপোর শুভ উদ্বোধন করা হয়েছে। এতিমখানা মোড়, হালুয়াঘাটা রোড, ওয়ার্ড নং-৩৩, শম্ভুগঞ্জে এ ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ রেজাউল হাছান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ মোস্তফা কামাল, ময়মনসিংহের জোনাল হেড মোহাম্মদ বাবুল সরকার, কোম্পানির প্রতিনিধি মি. শিতুল, স্থানীয় ডিলারগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ রেজাউল হাছান বলেন, “সর্বোচ্চ মানসম্পন্ন পোল্ট্রি, ফিস ও ক্যাটল ফিড সরবরাহ করে দেশের এগ্রো সেক্টরের উন্নয়ন এবং প্রান্তিক চাষীদের জীবনমান বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। রায়া ফিড প্রতিযোগিতামূলক এফসিআর প্রদানে বাজারে সাফল্যের সাথে এগিয়ে চলছে।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় খামারিরা রায়া ফিডের কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এই নতুন ডিপো তাদের জন্য আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য ফিড সরবরাহ নিশ্চিত করবে।

অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।