এগ্রিলাইফ২৪ ডটকম: এ্যানিমেল হেল্থ কোম্পানীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে সামনে রেখে “আলফা প্যানেল”-এর প্রার্থীদের পরিচিতি সভা আজ শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির গ্রীণ গার্ডেনে সুষ্ঠু ও সম্মানজনক পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ আর এম তাইবুর রহমান। উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের আরেক সদস্য জনাব আব্দুল গোফরান। কমিশনারগণ নির্বাচনী বিধি অনুসরণ করে আলফা প্যানেলের সকল প্রার্থীকে উপস্থিত ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন।
উক্ত পরিচিতি সভায় আলফা প্যানেলের দলনেতা জনাব সায়েম উল হক তাঁদের প্যানেলের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আমরা শিল্পের স্বার্থে জবাবদিহিমূলক ও গতিশীল নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবার অংশগ্রহণে একটি আধুনিক, সমন্বিত ও কার্যকর আহকাব গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস।”
অন্যান্য প্রার্থীগণও সভায় সংক্ষিপ্ত বক্তব্যে তাঁদের অবস্থান তুলে ধরেন এবং ভোটারদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন। ভোটারদের বিপুল উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিচিতি সভাটি ছিল নির্বাচনপূর্ব একটি ইতিবাচক ধাপ, যেখানে প্রার্থী ও ভোটারদের মধ্যে প্রত্যাশা, পরিকল্পনা এবং দায়বদ্ধতার একটি সেতুবন্ধন সৃষ্টি হয়। নির্বাচনী প্রচারণায় গতি এনে আলফা প্যানেল নিজেদের মেনিফেস্টো ও লক্ষ্য নিয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।