পোল্ট্রি শিল্পের উন্নয়নে গবেষণা ও নীতি বাস্তবায়নে গুরুত্ব দিল WPSA-BB

এগ্রিলাইফ২৪ ডটকম: ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরার রূপায়ণ শপিং স্কয়ারে অবস্থিত ওয়াপদা-বিবি সচিবালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, গবেষক, শিল্প সংশ্লিষ্ট ও সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় পোল্ট্রি শিল্পে উন্নয়নে গবেষণা ও নীতি বাস্তবায়নের মাধ্যমে টেকসই পোল্ট্রি শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করেন উপস্থিত সদস্যবৃন্দ।

সন্ধ্যা ৭:০০ টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হওয়া সভার আনুষ্ঠানিক কার্যক্রমে পবিত্র গ্রন্থ থেকে পাঠ, সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য, কোষাধ্যক্ষের অডিট রিপোর্ট ও আগামী বছরের বাজেট উপস্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB) এর-সভাপতি জনাব মসিউর রহমান।

সভায় সাধারণ সম্পাদক ডা. বিপ্লব কুমার প্রামানিক সংগঠনের গত এক বছরের অর্জন, পোল্ট্রি গবেষণার অগ্রগতি, এবং পেশাজীবী উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে দেশের পোল্ট্রি বিজ্ঞানকে আরও এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করেন।

কোষাধ্যক্ষ কৃষিবিদ ফয়েজুর রহমান ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য একটি গবেষণা-সহায়ক ও উন্নয়নমুখী বাজেট প্রস্তাবনা দেন। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গবেষণা অনুদান, তরুণ বিজ্ঞানীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার আয়োজনের ওপর।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পোল্ট্রি খাতের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও নীতিগত জটিলতা নিয়ে মতামত ব্যক্ত করেন এবং WPSA-BB যেন আগামী দিনে একটি আরও শক্তিশালী জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।

সভাপতি জনাব মসিউর রহমান তার সমাপনী বক্তব্যে সকলের অংশগ্রহণ ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গবেষণা ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ, যা পোল্ট্রি শিল্পে গবেষণা ও নীতি নির্ধারণে WPSA-BB এর অগ্রণী ভূমিকা নিশ্চিত করবে বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সুধীজন।