আপনার ক্যারিয়ার শুরু হোক সাইলো অ্যানিমেল হেলথ লিমিটেড-এর সাথে

এগ্রিলাইফ২৪ ডটকম: সাইলো অ্যানিমেল হেলথ লিমিটেড, ২০১১ সালে প্রতিষ্ঠিত ও বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি বৃহৎ ভেটেরিনারি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি AHCAB, BAFIITA, DLS, TBCC, CBCCI এবং CCCI-সহ বিভিন্ন স্বীকৃতি ও সদস্যপদপ্রাপ্ত। আন্তর্জাতিক মানসম্পন্ন ভেটেরিনারি পণ্য আমদানিতে সাইলো অ্যানিমেল হেলথ লিমিটেড একটি নির্ভরযোগ্য নাম, যারা চীনভিত্তিক বিখ্যাত "Beijing Centre Biology Co., Ltd" থেকে পণ্য আমদানি করে থাকে। এই কোম্পানি ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে রপ্তানি করে আসছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি নিচের পদসমূহে কিছু উদ্যমী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে আগ্রহী:

১. সেলস প্রমোশন অফিসার: সদ্য স্নাতক প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

২. সিনিয়র সেলস প্রমোশন অফিসার: যেকোনো স্বনামধন্য ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ১-২ বছরের অভিজ্ঞতা।

৩. টেরিটরি ম্যানেজার: যেকোনো স্বনামধন্য ভেটেরিনারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ৩-৫ বছরের অভিজ্ঞতা।

শিক্ষাগত যোগ্যতা:যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানটি আকর্ষণীয় বেতন কাঠামো ও বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে, যেমন মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় প্রণোদনা, বিশেষ প্রমোশনাল ইনসেনটিভ, বিদেশ ভ্রমণের সুযোগ, উৎসব ভাতা ও আরও অনেক কিছু।

আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন নিম্ন ঠিকানায়:
ইমেইল:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., mailto:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it., হোয়াটসঅ্যাপ: +৮৮০১৭১৫-৯৪৫৪৩৯

আবেদনের শেষ তারিখ:১৫ জুন ২০২৫