মো. এমদাদুল হক: আজ ৬ আগস্ট বুধবার সকাল ১০ টায় Bulilding Climate Resilient Livelihoods in vulnerable landscapes in Bangldesh (BCRL) প্রকল্পের আওতায় রাজশাহী অঞ্চলের বিসিআরএল প্রকল্প এলাকায় নতুন ফসল নির্বাচন সংক্রান্ত পরামর্শ মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিআরএল খামারবাড়ি, ঢাকার উদ্যোগে এবং রাজশাহী কৃষি সম্প্রসারণ এর সহযোগিতায়। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আবুল কালাম আজাদ, রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী, মো: মনিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশনের শিক্ষক। উক্ত কর্মশালায় সভাপত্বিত করেন বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: লোকমান হোসাইন মজুমদার।
স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমা।
বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: লোকমান হোসাইন মজুমদার তার পাওয়ার পয়েন্ট আলোচনায় জানান, এ প্রকল্পের আওতায় নতুন ফসল পুষ্টি ও পরিবেশ উন্নয়ন্ন এর জন্য কাজ করে যাচ্ছে । এই প্রকল্পের নির্বাচনের আওতাধীন কৃষকদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে সমস্যা চিহিৃত করে সমাধানকল্পে পরামর্শ প্রদান করা হবে ও কৃষি সংশ্লিস্ট কর্মকর্তা কৃষকদের প্রশিক্ষণ প্রদান করবে বলে জানান। প্রকল্পের আওতায় প্রতিটি গ্রুপে ৪০ জন সদস্য রয়েছে। পরিকল্পিত ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান বলেন, আমাদের কাজ করার লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং এমর্মে সকলকে কাজ করতে হবে। ফসল উৎপাদনের নির্দিষ্ট লক্ষ নির্ধারন করে ফসল উৎপাদন করা গেলে জমির অপচয় কম হবে । কর্মশালায় নতুন ফসল উৎপাদন, প্রযুক্তি ও বিভিন্ন বিষয়ের আলোচনা ছাড়াও খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নতুন প্রযুক্তি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালকগণ, অঞ্চলের কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বিএডিসি, বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট, সরেজমিন গবেষণা কেন্দ্র ও কৃষি তথ্য সার্ভিসসহ কৃষি সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ।